হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত শ্রমিক নেতা শফিউল্লাহ আনসারী
বার্তা পরিবেশক:
‘ছিনতাই হওয়া’ কমিটি পুনরূদ্ধার করে কক্সবাজারে ফিরেছেন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর নেতৃত্বধীন শীর্ষ নেতৃবৃন্দ।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারে বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দুপুর থেকে শ্রমিক লীগের জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিটের অগণিত নেতাকর্মী শীর্ষ নেতৃবৃন্দকে বরণ করতে বিমানবন্দরে অবস্থান নেয়।
এসময় বাতিল হওয়া আহ্বায়ক কমিটির লোকজন তাদের ঠেকাতে চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে বাতিল আহ্বায়ক কমিটির লোকজর সরে গেলে বিশাল মিছিল সহকারে ব্যাপক উচ্ছ্বাসের মাধ্যমে শহীদ দৌলত ময়দানে আসেন নেতারা। এসময় সাথে ছিলেন কক্সবাজারের অবিসংবাদিত নেতা মরহুম একেএম মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল ও প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা সভাপতি গিয়াস উদ্দিন আহমদ।
শহীদ দৌলত ময়দানে এসে এক সংক্ষিপ্ত সভা করা হয় সেখানে বক্তব্য দেন শাহীনুল হক মার্শাল।
তিনি বলেছেন, শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের হত্যাকারীরাই শ্রমিক লীগ নিয়ে ছিনিমিনি খেলছে। তারা বঙ্গবন্ধুর সৈনিক, রাজপথ কাঁপানো কারা নির্যাতত নেতা শফিউল্লাহ আনসারীকে সরিয়ে দিয়ে হাইব্রীডদের হাতে শ্রমিক লীগকে তুলে দিতে যাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোজাম্মেল হকের পরিবার তা কখনো হতে দেবে না।
এসময় আবেগাপ্লুত হয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বলেছেন, জহিরুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে শ্রমিক লীগের কমিটি হাইজ্যাক করা হয়েছিলো। আল্লাহর রহমত ও শীর্ষ নেতৃবৃন্দের আন্তরিকতার কারণে কমিটি পুররূদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা দলের নেতাকর্মীদের সব সময় আগলৈ রাখেন মোজাম্মেল পরিবারের সদস্যরা। আমরা জীবনের জীবনের বিনিময়ে হলেও তাদের পাশে থাকবো।
এর আগে বিমানবন্দরে সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন এম, ওসমান গনি মোঃ গিয়াস বিমান বন্দরে অবতরণ করলে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।
সমাবেশ সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এম. ওসমান গণি।
উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক সোহেল, মোজাম্মেল হক, মোজাম্মেল হক বকুল, প্রচার সম্পাদক নেজাম উদ্দিন শাওন সহ-দফতর সম্পাদক নুরুল আলম নুরু, সদর উপজেলা আহবায়ক মোঃ আবদুল্লাহ, মহেশখালী উপজেলা সভাপতি আবদু শুক্কুর সহসভাপতি জাহাঙ্গীর আলম মহেশখালী পৌর শাখার সভাপতি রিপন উদ্দিন রিপন জাকির মোস্তফা, সাংবাদিক শহিদুল্লাহ মেম্বার, কক্সবাজার পৌর শ্রমিক লীগ নেতা আরিফুল ইসলাম, জোবাইয়েদ সুমন, জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি নুরুল আবছার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, রামু উপজেলা সভাপতি শফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, ঈদগাহ উপজেলা শ্রমিকলীগ নেতা আবু বক্কর বান্ডি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেকনাফ পৌর সাধারণ সম্পাদক ফরিদ আলম জয়,আবদুল গনি, সদর উপজেলা নেতা সালা্হউদ্দিন নাছির উদ্দীন মাহমুদ, নজিবুল আলম বাবু ১নং ওয়ার্ড শ্রমিক লীগ আহবায়ক ফজল করিম, রফিক, রেজু, সেফায়েত কাশেম ফাহিম, সাকিব,বেলাল, ইমন। এছাড়াও উপস্থিত জেলা ও উপজেলাসহ সব ইউনিট কমিটির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা শ্রমিক লীগ নিয়ে করা সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবুল আলম হানিফ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা সিরাজুল মোস্তফা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও কক্সবাজারের সংসদ সদস্য সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে পথে পথে নেতাকর্মীদের বাধা ও হামলা পরেও নেতাকর্মীর উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।