কামাল উদ্দিন, মনোয়ারা ইসলাম নেভী ও ছালামত উল্লাহ নির্বাচিত

রামু প্রতিনিধি:
রামুর ৫ নং সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন, ৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মনোয়ারা ইসলাম নেভী ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছালামত উল্লাহ।
সোমবার (৩ জানুয়ারি) বেলা ৩ টায় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন- ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ও ইউপি সচিব নিরোধ বরণ পাল। এসময় সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো জানান- নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে কামাল উদ্দিন ১ম, মনোয়ারা ইসলাম নেভী ২য় এবং ছালামত উল্লাহ ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।