শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কেক কেটে জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা কুষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, কক্সবাজার জেলা ছাত্রলীগ সাবেক সদস্য সুজন সিকদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা জাহিদুল ইসলাম রানা,কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম সিকদার সাদ্দাম,স্কুল বিষয়ক সম্পাদক মো.ফোরকান,
করিম,রাশেদ,টিপু,বেলাল,আবু হানিফ,
সায়েমসহ ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে একে অপরকে কেক খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছে ছাত্রলীগ নেতাকর্মীরা। কেক কাটা শেষে শোডাউনে মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরী সমাপ্তি ঘটে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।