নিরিবিলি গ্রুপ

নিরিবিলি শাহীন রেস্তোরাঁ, শহীদ স্বরণি, কক্সবাজার।

নিয়োগ বিজ্ঞপ্তি

স্বনামধন্য প্রতিষ্ঠান নিরিবিলি শাহীন রেস্তোঁরা, কক্সবাজার শাখায় জরুরী ভিত্তিতে নিয়োগের জন্য নিম্ন বর্নিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছে।


পদের নাম-       শিক্ষাগত যোগ্যতা-        পদের সংখ্যা-     অভিজ্ঞতা ও বিশেষ যোগ্যতা


ম্যানেজার ফ্রন্ট-  স্নাতক বা সমমান-          ০২ জন-        নুন্যতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


হান্ডি ম্যান-       নুন্যতম অষ্টম শ্রেনী পাশ-  ০২ জন-        অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।


ওয়েটার-           নুন্যতম অষ্টম শ্রেনী পাশ-  ০৫ জন-        অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।


আগ্রহী প্রার্থীগণকে জরুরী ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র,সদ্য তোলা ২ কপি ছবি,এন আই ডি কার্ড এর ফটোকপি ও মোবাইল নম্বরসহ আগামী ১২/০১/২০২২ ইং তারিখের মধ্যে

প্রযত্নে: ”নিরিবিলি গ্রুপ” শহীদ স্বরণী রোড,কক্সবাজার-ঠিকানায় দরখাস্ত করতে অনুরোধ করা যাচ্ছে।