মোঃ কাউছার ঊদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে ভূমিদস্যু জবর দখলকারী বাড়ীঘরসহ শিল্প প্রতিষ্ঠানের দখলে শত শত বিঘা বন বিভাগের জমি। জমির সবটুকুরই জবর দখল করে গড়ে উঠেছে নামি দামি শিল্প প্রতিষ্ঠান। যার ফলে মারাত্মক হুমকির মুখে পরেছে পরিবেশ।
কক্সবাজারে বনভূমি দখলদারদের বিরুদ্ধে বন বিভাগ জিরোটলারেন্স ঘোষনা দিলেও মাঠপর্যায়ে এ ঘোষনা তেমন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ। বনকর্তাদের গুটিকয়েক ভূমিদস্যুদের সাথে আতাত করে বনভূমি দখলের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া রেঞ্জের আওতাধীন পূর্ব গজালিয়া এলাকায় প্রতিদিন নিত্যনতুন পদ্ধতিতে বনের জমি জবর দখল হচ্ছে।কোথাও কোথাও বনভূমি কেটে সমতল করে পাকা দালান থেকে শুরু করে পোলট্রি ফার্ম ও নানা স্হাপনা গড়াসহ বনভূমির প্রায় সিংহ ভাগ জায়গায় দখলবাজরা নিয়মিত পাহাড় কেটে পাকা ঘর নির্মাণ ও পাহাড়ি মাটি অবৈধভাবে বিক্রি করছে।
সূত্র জানায়,মাটি বিক্রি সিন্ডিকেট ও দখলবাজ চক্র এখন বনভূমি দখলের মহোৎসব চালাচ্ছে ।দীর্ঘ সময় ধরে ভোমরিয়া রেঞ্জের এলাকায় একটি প্রভাবশালী দখলবাজ চক্র বনভূমি দখল করে তা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে দেদারচ্ছে।বন প্রহরীরা টহলে গিয়ে দখলের এ প্রক্রিয়া দেখেও না দেখার ভান ধরেছে বলে ভয়াবহ অভিযোগ রয়েছে।
জানা যায়,বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্ব গজালিয়া এলাকার মমতাজ, কালা খন্দকার পাহাড় কেটে বিশাল আকারে বনজমি দখলে নিয়ে সেখানে পাকা ডুপ্লেক্স ভবন নির্মাণের দুঃসাহস দেখিয়েছে।বনজমিতে ঐ ভবন নির্মাণ করতে গিয়ে তারা সরকারি বনভূমির গাছ ও পাহাড় কেটে যথেষ্ট ক্ষতি ডেকে এনেছে বলে স্থনীয়দের অভিযোগ। শুধু ঐ এলাকায় নয় ভোমরিয়া রেঞ্জের আওতাধীন কয়েকটি এলাকায় তাদের এমন ধ্বংসযঙ্গ চলছে বনজমি দখলে।
বনজমিতে ভবন নির্মাণে অভিযুক্ত মমতাজের প্রতিক্রিয়া জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
বাড়ী নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ভোমরিয়াঘোনা রেঞ্জার আনোয়ারুল ইসলাম।
বিষয়টা দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উত্তর বন বিভাগের এসিএফ।
এমতাবস্থায়, নির্বিঘ্নে বনের জমি জবর দখল করে শিল্প প্রতিষ্ঠান নির্মাণের প্রতিযোগিতা অব্যাহত থাকলে অচিরেই ঈদগাঁও উপজেলার বন বিভাগের জমি শূন্য হয়ে পড়বে বলে সাধারণ মানুষ আশঙ্কা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।