মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এমপি ২ দিনের সফরে স্বপরিবারে কক্সবাজার আসছেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) বৃহস্পতিবার ৬ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় চট্টগ্রামের পতেঙ্গাস্থ ওয়াটার বাস জেটি হতে বে-১ জাহাজ যোগে সমুদ্রপথে টেকনাফের সেন্টমার্টিনের উদ্দেশ্যে স্বপরিবারে রওয়ানা দেবেন। পরদিন শুক্রবার ৭ জানুয়ারি সকাল ৮ টায় তিনি সেন্টমার্টিন পৌঁছাবেন। সেন্টমার্টিন থেকে একইদিন বিকেল ৩ টায় কর্ণফুলী জাহাজ যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত ৯টায় কক্সবাজার শহরে পৌঁছে কক্সবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। পরদিন শনিবার ৮ জানুয়ারি সকাল ৯ টা ২০ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন। এ সফরে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী’র সাথে তাঁর সহধর্মিণী ও সন্তানেরা থাকবেন বলে শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহগীর আলম প্রেরিত সফরসূচিতে জানা গেছে।