মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলি ইসলামপুর এলাকার মোহাম্মদ কায়ছার নামক এক যুবককে তার বাড়ি থেকে ডেকে নিয়ে রাতের অন্ধকারে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মোহাম্মদ কায়ছার এর পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হয়েছে, সোমবার ৪ জানুয়ারি রাত ৮ টার দিকে কে বা কারা মোহাম্মদ কায়ছারকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী’র ছনখোলা এলাকায় রাতের অন্ধকারে মাথায় আঘাত করে মোহাম্মদ কায়ছারকে গুরতর আহত করে। মোহাম্মদ কায়ছারকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৫ জানুয়ারি বেলা ২ টায় মোহাম্মদ কায়ছার মৃত্যুবরণ করে। নিহত মোহাম্মদ কায়ছার পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ সুলতান এর পুত্র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।