হাবিবুর রহমান সোহেল:

রামুর বৃহত্তর গর্জনিয়া বাজারে অবৈধ দখলদার ও সড়ক দখল করে অসাধু হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, বাজারকে যানজট মুক্ত করেছেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান এর নেতৃত্বে ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ। এসময় বাজারের অলিতে গলিতে গজে উঠা অবৈধ ভাসমান দোকান ও হকারদের সরানো হয়েছে। ৫ জানুয়ারী বুধবার বিকেলে করা ওই অভিযানে, বাজারের প্রধান সড়কসহ বাজার সেটের অলিতে গলিতে অবৈধ ছাউনী ভাংচোরসহ প্রায় শতাধিক ভাসমান দখলদারদের সরানো হয়। অভিযান শেষে, সাংবাদিকদের সাথে আলাপকালে, দূর্নীতি- মাদক ও সন্ত্রাস মুক্ত ডিজিটাল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন নোমান চেয়ারম্যান। এসময় তিনি কচ্ছপিয়াকে মাদক মুক্ত করতে, যে কেউ কোন ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে ধরে দিলে, নগদ এক লক্ষ টাকা পুরুষ্কার দেওয়ার ঘোষণা দেন। এসময়, পরিষদের সদস্য
শাকিল সিকদার, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী, ইউনুচ মেম্বার, সালেহ আহাম্মদ ও আনচারী মেম্বারসহ অনেক উপস্থিত ছিলেন।