প্রেস বিজ্ঞপ্তি:

৬ জোনুয়ারী পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্বপ্নের সিঁড়ির সভাপতি রাজীব দেবদাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত সমূহ : ১) নতুন সদস্য সংগ্রহঃ নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য উপস্থিত সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন। ২) আনন্দ ভ্রমণ ও মিলনমেলা-২০২২: আগামী ১৪ই জানুয়ারী-২০২২ইং, নীলগিরি বান্দরবান আনন্দ ভ্রমন করার সিদ্ধান্ত গৃহিত হয়।পিকনিক বাস্তবায়ন কমিটিতে আহ্বায়কঃ আরিফুর রহমান রাজু, সমন্বয় কারীঃ আবু ইউসুফ, সদস্য সচিবঃ নয়ন চক্রবর্তী ৪) মাসিক চাঁদাঃ জানুয়ারি ২০২২ প্রথম সপ্তাহ থেকে মাসিক ১০০ টাকা মাসের সাংগঠনিক চাঁদা পরিশোধ করতে হবে। ৫) বিবিধঃ স্বপ্নের সিঁড়ি সংগঠনের ক্রীড়া সম্পাদকের বাবা’র মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়নের জন্য আহ্বায়ক কমিটি: আহ্বায়ক: আসিফ সাইফুল আবীর সদস্য সচিব : নাসিম জামান সদস্য : মিফতাহুল হক বাবু। ★ নতুন সদস্য রবিউল হাসান, রাশেদুল করিম ও মোঃ মাসুম এর নাম প্রস্তাবনা করেন সংগঠনের সভাপতি রাজীব দেবদাশ এবং তা সকলের মতামতের ভিত্তিতে অনুমোদিত হয়। বিগত সভার সিদ্ধান্তের আলোকে ★ দেয়ালিখা ও ফেস্টুন জন্য প্রচার সম্পাদক বাজেট তৈরি করবে। ★ ২০২২ সালের বর্ষ পঞ্জির ক্যালেন্ডার তৈরি করার জন্য আহ্বায়ক কমিটিঃ আহ্বায়কঃ আরিফুর রহমান রাজু সদস্য সচিবঃ নয়ন চক্রবর্তী।

উক্ত সভায় বক্তব্য রাখেন, আবু ইউছুপ, রাজীব কর্মকার, মিথুন দাশ, আবছার উদ্দিন, আসিফ সাইফুল আবির, সিদুল কান্তি দে, শাওন চক্রবর্তী, ফারুক হোসেন, মো: হেলাল, মো: জাহেদুল্লাহ, পিন্টু মল্লিক, নয়ন কান্তি দে, মিশু দাশ, সালাউদ্দিন।এতে আরো উপস্থিত ছিলেন, মিটন কুমার দে, মো: ইমরান, শিমু মল্লিক, দূজয় বড়ুয়া, রবিউল, রাশেদ, মাসুম।