মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর বৃহত্তর গর্জনিয়া বাজারে ফের অবৈধ ভাবে বাজার সেট দখলকারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।বৃহস্পতিবার (৬ জানুয়ারী) গর্জনিয়া-কচ্ছপিয়ার কৃষকদের দাবীর মুখে এবং সড়কে যানজট মুক্ত করতে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নির্দেশে, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান এর নেতৃত্বে ইউপি সদস্যরা গ্রাম পুলিশকে সাথে নিয়ে এ অভিযান চালায়। এসময় বাজারের অলিতে গলিতে গজে উঠা ভাসমান দোকান ও হকারদের সরানো হয়েছে। গেল বুধবার, ( ৫ জানুয়ারী) এর পর বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় করা এ অভিযানে, বাজারের প্রধান সড়ক, বাজার সেটের ও গলিতে অবৈধ ছাউনী ভাংচোরসহ প্রায় অর্ধশতাধিক ভাসমান দখলদারদের সরানো হয়। অভিযান শেষে, সাংবাদিকদের সাথে আলাপকালে, দূর্নীতি- সন্ত্রাস ও মাদকমুক্ত ডিজিটাল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন চেয়ারম্যান নোমান। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বাজারটি সিসি ক্যামেরার আওতায় ও অধিক আলোর জন্য হেলোজন লাইট স্থাপনের ঘোষনা দেন।
এসময়, ইউপি মেম্বার মোঃ উসমান, ছালেহ আহমেদ, শাহাজন সিরাজ শাকিল সিকদার, জসিম উদ্দিন, আবু আইয়ুব আনছরি ,আবুল ফজল,জসিম উদ্দিন,জাগের আহমেদ, মোঃ ইউনুছ, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী, ইজারাদার নুরুল ইসলাম ও শাহ আলমসহ অনেক উপস্থিত ছিলেন।