মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম এক অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজ সহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

শুক্রবার ৭ জানুয়ারি রাত ১ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভাস্থ লালদীঘির পাড় এলাকা হতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ছিনতাইকারীরা হলো : আদর্শ গ্রামের মোঃ হেলালের পুত্র তারেক (২০) এবং জেলগেট এলাকার আবদুর রহিমের পুত্র ইয়াসিন আরাফাত (১৭)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে কোর্ট পুলিশের মাধ্যমে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শহর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে।