সংবাদদাতাঃ
শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের উদ্যোগে কক্সবাজার শহরের পেশকার পাড়া চৌমুহনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল আগামী বুধবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন শায়খ ডঃ আল্লামা সাইফুল আযম বাবর আল-আযহারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান ও জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল-মওলা।
মাহফিলের উদ্বোধক হিসেবে থাকবেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল।
বিশেষ আলোচক থাকবেন- আল্লামা সাঈদুল হক সাঈদ কাজেমী, মাওলানা শরীফুল আলম নূরী, মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা নুরুল আলম হেলালী।
সভাপতিত্ব করবেন পেশকার পাড়া সমাজ কমিটির সভাপতি আব্দুল খালেক।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী ফজল করিম কোম্পানি, পেশকার পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভুট্টো, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ আবুসহ মান্যগন্য ব্যক্তিগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে উপস্থিত থাকবেন।
দল-মত নির্বিশেষে সবাইকে মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।