বর্ধিত সভায় সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শফিকুল ইলসাম কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভার শুরুতে প্রয়াত সভাপতি জহিরুল ইসলাম সিকদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ , চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সাংসদদের উপস্থিতিতে সিদ্ধান্ত মতে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নানের সিদ্ধান্তে কমিটি পুনর্বহাল করায় কক্সবাজারের শ্রমজীবি মানুষের পক্ষ থেকে তাদেরকে অভিন্দন ও কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন। শ্রমিক লীগের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। আমরা সংগঠনের সভাপতিকে হারিয়ে শোকে কাতর হয়ে রয়েছি। এটিকে পুঁজি করে কিছু বিতর্কিত লোকজনকে দিয়ে কমিটি করার নামে যে অপতৎপরতা করেছিলো তা কক্সবাজারের শ্রমিক সমাজ প্রতিহত করেছে। আগামীতে গঠনতন্ত্রের বাইরে গিয়ে অগণতান্ত্রিক কোনো কিছু কক্সবাজারের শ্রমিক সমাজ নেবে না।
সভায় গঠনতন্ত্র মোতাবেক ও সর্বসম্মতিক্রমে সভাপতির শূন্যপদে এক নং সহ-সভাপতি শফিকুল ইসলাম কালুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনের প্রয়াত সভাপতি জহিরুল ইসলামের স্মরণে শোক সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও বিভিন্ন উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটির পুর্নগঠন ও সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

দপ্তর সম্পাদক এম. সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় ও জেলা সদস্য ফরিদুল আলমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি গিয়াস উদ্দীন, যুগ্ম-সম্পাদক রাসেদুল হক সোহেল, মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক দুলাল কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা, প্রচার সম্পাদক নেজাম উদ্দীন শাওন, মোজাম্মেল হক বকুল, সদর উপজেলা আহŸায়ক মোঃ আবদুল্লাহ, চকরিয়া উপজেলা সভাপতি জামাল উদ্দীন, মহেশখালী উপজেলা সভাপতি আবদু শুক্কুর, পেকুয়া উপজেলা সভাপতি নূরুল আবছার, কুতুদিয়া উপজেলা আহŸায়ক নূরুল ইসলাম কুতুবী, রামু উপজেলা সভাপতি শফিকুল আলম কাজল, ঈদগাঁও উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশখালী পৌর শ্রমিক লীগের রিপন উদ্দীন রিপন, খুরুশ্কুল সভাপতি নাসির উদ্দীন মাহমুদ, হলদিয়া সভাপতি সিদুল শর্মা বাবু, হোয়ানক ইউনিয়ন সাধারণ সম্পাদক এসএম আক্কাস বাঙ্গালী।

এছাড়া উপস্থিত ছিলেন, ক্রীড়া সংম্পাদক সিরাজুল করিম, সদস্য মোঃ গিয়াস উদ্দীন, জেলা শ্রমিক লীগ নেতা আরিফুল ইসলাম, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, কুতুবদিয়া সদস্য সচিব মোজাম্মেল হক, সদর উপজেলা যুগ্ম-আহŸায়ক শহীদুল ইসলাম বাবুল, ঈদগাঁও শ্রমিক লীগ নেতা আবু ছিদ্দিক বান্ডি, সালাহ উদ্দীন, রামু উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, মহেশখালী উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক রাহমত উল্লাহ, ইমরাত নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউছুপ, পৌর ১নং ওয়ার্ডের সভাপতি ফজল করিম, মোঃ রেজু, ১২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, লিংকরোড সিএনজি সভাপতি মোঃ আনোয়ার, আজমুল হাকিম, আবদুল হক, ঝিলংজা শ্রমিক লীগ নেতা জকরিয়া জনি ও আবদুর রশিদ সহ আরো অনেকে।