মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁওঃ
কক্সবাজার জেলার নব গঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “জাগ্রত জালালাবাদ” এর উদ্যোগে শীতার্ত ও বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত সংগঠন এহেন সামাজিক ও মানবিক কাজ অব্যাহত রেখেছে। অতীতেও জাগ্রত জালালাবাদ ছাতা, মাস্ক, স্কুল ব্যাগ,চাল-ডাল, শুকনো খাবার, ফলজও বনজ চারা, ঈদ উপহার, কুরবানির মাংশ সামগ্রী বিতরণের ফলে সকলের কাছে সমাদৃত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ এহেন মানবিক কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।