মোস্তফা কামাল, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চকরিয়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে মালুমঘাট কাঁচা বাজারের দিশারি সমিতির দোকান গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে বাজারের দিশারি সমিতির দোকান পরিচালক মোঃ নেজাম উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ব্যবসায়ী শাহজাহান ও মুজিবের ২টি চায়ের দোকান, ইউনুছ এর ১টি তোষকের দোকান, আব্দুল মালেকের ১টি মাইকের দোকান ও আব্দুল হামিদের ১টি মোবাইল দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে যায়। এদিকে মালুমঘাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গণির নেতৃত্বে থানার এস আই মনজরুল ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।