রূপালী ব্যাংকের এপিএ বাস্তবায়নে বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের জিএমকে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মাননা ক্রেস্ট প্রদান হয়েছে।

রূপালী ব্যাংক লিমিটেডের মাঠ পর্যায়ে ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন করায় তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। তাই সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার ( ৮জানুয়ারি )এ উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেডের রুপালী ব্যাংক টাওয়ার, জোনাল অফিস, কক্সবাজার এর ব্যবসায়িক সম্মেলন – ২০২২ এর অনুষ্টানে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ শাহজাহান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, রূপালী ব্যাংক ইউনিট, কক্সবাজার অঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার অঞ্চলের সংগঠনের নির্বাহী সদস্য রূপালী সদন কর্পোরেট শাখা, কক্সবাজারের ব্যবস্থাপক জনাব এ এইচ এম আতাউর রহমান, নির্বাহী সদস্য রুবি রানী মল্লিক (এসপিও) সংগঠনের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক রূবেল দাশ ও আপ্যায়ন সম্পাদক রূকন উদ্দীন তারেক প্রমূখ।