প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে এই শ্লোগান নিয়ে দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের উপর গুরুত্বারোপ করেছেন। যার ফলে দেশব্যাপী বৃক্ষ বৃদ্ধির পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বনবিভাগ। যারা এই সামাজিক বনায়নের উপকারভোগী তারা নানা সুবিধার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এতে সরকার ও আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে এসব গণমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা। অতীতে সামাজিক বনায়নের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়নি বিধায় দেশের পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা আর পিছনে তাকাযতে চাইনা। বনবিভাগের সহযোগিতার মাধ্যমে সামাজিক বনায়ন গড়ে তোলতে আমাদের একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল কালারমারছড়া ৯ নম্বর ওয়ার্ডে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে অংশীদারিত্বের চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও আমান উল্লাহ তোতার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা, মহেশখালী থানা অফিসার্স ইনচার্জ আব্দুল হাই, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, সামাজিক বনায়নের সভাপতি মাষ্টার সিদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ শরিফ মাতবর, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দুল কাদের, উপজেলা যুবলীগের সদস্য আজিজুল হাসান রনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফ, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস ও সহ সভাপতি বেলাল উদ্দিন।