সংবাদ বিজ্ঞপ্তি:
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, তাদের অপরাধরোধ এবং দেশি-বিদেশি এনজিওদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দাবিতে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় উখিয়া স্টেশনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে অধিকার আদায়ে বৃহৎ সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’।

ওই দিন উখিয়া স্টেশনের ব্যাপক আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হবে। অংশ নেবেন উখিয়া, টেকনা ও কক্সবাজারের বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।