জাহাঙ্গীর আলম,টেকনাফ:
কক্সবাজার টেকনাফে এক রোহিঙ্গা শিশু নিখোঁজ হওয়ার পর ১৬ এপিবিএন পুলিশের তৎপরতায় রোহিঙ্গা শিশুটি কে উদ্ধার করা হয়েছে।
১০ জানুয়ারি সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগান থেকে তাকে উদ্ধার করে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,গত ০৯ জানুয়ারি দুপুর অনুমান ১২:৩০ ঘটিকা রোহিঙ্গা শিশু নুর সাহারা(৪)নিজ ঘরের সামনে থেকে হারিয়ে যায়।
এ সংক্রান্তে নিখোঁজ শিশুর পিতা-মাতা ১৮:৩০ ঘটিকায় শালবাগান এপিবিএন ক্যাম্পে অবহিত করলে এপিবিএন কর্তৃক সকল ক্যাম্পে বেতার মাধ্যমে সংবাদ প্রেরণ করে।
এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে।
এপিবিএন এর তৎপরতায় ১০ জানুয়ারি সকাল ০৮:৩০ ঘটিকায় দমদমিয়া সংলগ্ন কেয়ারি ঘাট থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা হয়।
নিখোঁজ শিশুটি ২৬নং শালবাগান বি/৩ ব্লকের সৈয়দুর রহমানের সন্তান।
এবং সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে উদ্ধার হওয়া রোহিঙ্গা শিশুটিকে তার পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।