আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে ১৫০ ঘনফুট জ্বালানি কাঠসহ পরিবহনে নিয়োজিত ডাম্পার আটক করা হয়েছে ।
বনবিভাগ সূত্রে জানা যায়, ৯ই জানুয়ারি ( রবিবার) রাত ১০ঃ৩০ টার দিকে কক্সবাজারের অভিমুখী বাস টার্মিনাল হতে অবৈধভাবে জ্বালানি কাঠ পাচারের সময় প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করার পর জব্দ করা হয়েছে । এসময় প্রায় ১৫০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় একদল বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ১৫০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।জ্বালানি কাঠগুলো উদ্ধার করতে কাঠ পাচারকারী সিন্ডিকেটকে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করার পর আটক করা হয়।
এসময় পাচারকারীরা ডাম্পার ভর্তি জ্বালানি কাঠ রেখে পালিয়ে যায়। কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।