মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষ্যে কক্সবাজার ডিসি কলেজে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মুক্ত স্বদেশে জাতির পিতার প্রত্যাবর্তন’।
কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক তাসনিম ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন-কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন।
সভায় সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান নয়, এই জাতির চেতনার উৎস, সাহসের বাতিঘর, প্রেরণার মহাসাগর। যাঁর অদম্য সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাধারার কারণে আজ আমরা সকলে মুক্ত বাতাসে শ্বাসপ্রশ্বাস নিতে পারছি। স্বাধীন জাতি হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
সভায় শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন-মোহাম্মদ নূর উদ্দীন, (সহকারী শিক্ষক, লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান), মোহাম্মদ কায়সার উদ্দীন (প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং কে. এম আহসান উল্লাহ (প্রভাষক, গণিত)। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন, সুজয় চক্রবর্তী (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ), মোঃ রাফিউস সাদেক (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ) নার্গিস আক্তার (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ), জান্নাতুল নাঈম মুন্না (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ)। আলোচকেরা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন।শিক্ষকগণ বঙ্গবন্ধুর জীবন, ত্যাগ-তিতীক্ষার আলোকে শিক্ষার্থীদের জীবন গঠনের উপর আলোকপাত করে বক্তৃতা করেন। আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতি অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন তাঁর জ্ঞানগর্ভ বক্তব্যে দেশের পরাধীনতা, স্বাধীনতা, দ্বিজাতিতত্ত্ব, মাওলানা ভাসানী, ৭০ এর নির্বাচন, ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা করেছেন। গুটিকয়েক রাজাকার স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিলো, এখন অগ্রাধিকার ভিত্তিতে এই রাজাকারদের তালিকা প্রস্তুত করার সময় এসে গেছে। শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনদর্শন জানতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জীবনদর্শন জানতে তিনি বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।