শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে কক্সবাজারের অন্যতম মানবিক সংগঠন SRSDO BANGLADESH।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারের উপস্থিতে থানার মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- থানার পরিদর্শক (এসআই) মো.রতন, SRSDO এর পক্ষ থেকে ফখরে আজম সিদ্দিকী,রুহুল কাদের,গোলাম ফারুক অভি এবং বারেক উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, এ সংগঠনটি কক্সবাজারের বিভিন্ন উপজেলায় প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় নানা ধরণের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।