সিবিএন ডেস্ক:
বাংলাদেশ ইলেকট্রেশিয়ান ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাঃ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা এবং ক্রেস্ট প্রধান করেন স্কাস টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার (এসটিটিসি) কক্সবাজার। এসময় উপস্থিত ছিলেন এসটিটিসি এর ভাইস প্রেসিডেন্ট ফাতেমা আনকিজ ডেইজি, সহকারী পরিচালক এ,কে আজাদ, সনোলোজিস্ট ডাঃ ফারজানা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ এমরান, সাংবাদিক, মানবাধিকার সংগঠক জেলা ইলেকট্রেশিয়ান ফেডারেশন এর উপদেষ্টা এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, উপদেশ মোবারক আকতার ও পৌর আওয়ামিলীগের ১১ নং ইউনিট সভাপতি মোঃ নুরুল ইসলাম।
ক্রেস্ট গ্রহণ পরবর্তী বাংলাদেশ ইলেকট্রেশিয়ান ফেডারেশনের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাঃ সম্পাদক ও জেলা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ” আমি খুব ছোট থেকে উঠে এসেছি। স্বপ্ন আর বিশ্বাস ছিল আমি সাধারণ শ্রমিকদের পাশে থেকে তাদের একদিন সেবা দিবো এবং আমি সেই সুযোগ টি পেয়েছি।আর আমার এই সফলতার পেছনে আমার সকল সহকর্মীদের অবদান রয়েছে। আমি আমার সবটুকু দিয়ে তাদের জন্য লড়ে যাবো, তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।পাশাপাশি আমি এসটিটিসি কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারাও আমায় সবসময়ই সাপোর্ট দিয়েছে। “
এসময় উপস্থিত ছিলেন জেলা ইলেকট্রেশিয়ান ফেডারেশন কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ এবং এসটিটিসি এর বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী। উল্লেখ্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসটিটিসির ট্রেইনার হিসেবে যুক্ত আছেন।