শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে গত শনিবার ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফাইজার টিকাদান কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের সূত্রে জানা যায়, উপজেলার ২৭ স্কুল,কলেজ ও মাদরাসায় গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার ৫ দিনে টিকা দেওয়া হয়েছে মোট ১৫ হাজার ৭’শত ৪০জন শিক্ষার্থীকে। এর মধ্যে ছাত্র ৭২৮০ জন ছাত্রী-৮৪৬০ জন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সর্বশেষ ৫’শ ৯১জনকে এ টিকা প্রদান করা হয়।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী বলেন,সারাদেশে ন্যায় কুতুবদিয়া উপজেলায় ৫ দিনে ১২-১৮ বছর বয়সী প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৭’শত ৪০জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে । সেই হিসাবে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনে হয়েছে বলে জানান তিনি।