জাহেদ হাসান:
পাহাড় কেটে মাটি পাচারের পাশাপাশি ভূমিদস্যুদের কুনজর পড়েছে ফসলি জমির মাটির দিকে। তাদের নগ্ন থাবায় পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য তেমনি ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়াতে বিপদের মুখে কৃষিজমি। এভাবে পরিবেশ ও কৃষিজমি নষ্ট করে শত শত গাড়ি মাটি যাচ্ছে ইটভাটায়।

কক্সবাজার সদরের পিএমখালীর নয়াপাড়া ও গোলাপাড়া এলাকায় ফসলি জমির মাটি কেটে ব্যবহার হচ্ছে ইটভাটায়।প্রতিদিন শত শত ডাম্পার গাড়ি দিয়ে ফসলি জমির টপ সয়েল নষ্ট করে মাটি নেয়া হচ্ছে ইটভাটায়। আর এসবের নেতৃত্বে দিচ্ছে স্হানীয় একটি ভূমিদস্যু চক্র।

স্হানীয় কয়েকজন কৃষক বলেন,নুরুল হুদা,আব্দুল্লাহ ও দেলাওয়ার সিন্ডিকেট করে
পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া ও গোলাপাড়া এলাকার ফসলি জমির মাটি কেটে শত শত ডাম্পার দিয়ে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটায়।তারা হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা নষ্ট করে এবং রাস্তার পরিবেশ নষ্ট করে বেপরোয়া ভাবে ডাম্পার দিয়ে ফসলি জমির মাটি পাচার করছে।

তারা আরও বলেন,যে জমি গুলোতে প্রতি বছর চাষ করে আড়ি আড়ি ধান উৎপাদন হতো আজ সে জমি গুলোতে দেখা নেই কোন সবুজের চিহ্ন, হচ্ছে না কোন চাষ।প্রতিবছর ইটভাটার সিজন আসলে মাটি কাটা শুরু হয় এই চক্রটির।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ এভাবে চলতে থাকলে অল্প কিছু দিনের মধ্যে এই এলাকার চাষযোগ্য আর কোন জমি থাকবে না।এলাকার কয়েকজন জমির মালিক টাকার লোভে পড়ে তাদের নিজের জমিতে মাটি কাটতে দেয়ায় জমির উর্বরতা হারাচ্ছে এবং পাশের জমি গুলো হারাচ্ছে ফসল উৎপাদনের ক্ষমতা।পরিবেশ নষ্ট করে ফসলি জমি থেকে ইটভাটায় মাটি বিক্রি করছে এই সিন্ডিকেট।

এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত জমির মালিক সহ এলাকার সর্বসাধারণ।