শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে সন্ত্রাসী হামলায় মনজুর আলম নামের এক লবণ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারী) আহত দিন মজুরের স্ত্রী আজিজা আক্তার বাদী হয়ে ঈদগাঁও থানায় ৪ জনকে আসামি করে এজাহার দায়ের করেছে । আসামীরা হলেন একই এলাকার প্রবাসী নুরুল ইসলামের ছেলে মোঃ জুনাইদ, তার মা ইসমত আরা, ভাই হারুন ও আলমগীর।
বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বর্ণিত ইউনিয়নের পশ্চিম গজালিয়ার উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দিনমজুর বর্নিত এলাকার ছৈয়দ আলমের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এজাহারে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে আহত দিনমজুরের পরিবারের সাথে শত্রুতামি করে আসছে এবং বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন মনজুরের বাড়ীতে গিয়ে মনজুরের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অজ্ঞান করে পালিয়ে যায় হামলাকারীরা।এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে চমকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্ত্রী আজিজা আক্তার জানান,আমার স্বামী দীর্ঘদিন ধরে ইসলামপুরে লবণ মিলে শ্রমিক হিসাবে কাজ করেন। কিন্তু কয়েক মাস ধরে লবণ মিলে টিক মত কাজ না পাওয়ায় অনাহারে অর্ধাহারে ১টি শিশুকে নিয়ে দিন যাপন করছি।
এরই মধ্যে আবার রাতের অন্ধকারে স্বামীর উপর পরিকল্পিত হামলা । হামলার পর আমার বাড়িতে এসে প্রকাশ্যে হুমকি দিচ্ছে আসামীরা ।হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে জানান, এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।