প্রেস বিজ্ঞপ্তি:

পৌরসভার নাগরিক সেবা বাড়াতে কক্সবাজার পৌরসভার প্রকৌশল, কঞ্জারভেন্সি ও অন্যান্য সেবার মান বাড়াতে ওয়াকিটকি সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।  ১৪ জানুয়ারি সকাল ১১টায় ভার্চুয়াল মিটিংয়ে ওয়াকিটকির সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কক্সবাজারের কৃতি সন্তান মো. হেলালুদ্দীন আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়ে তুলতে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে পর্যটন হ্যাব হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যে কক্সবাজারের মাতারবাড়ীতে ৪টি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, আনোয়ারা হয়ে কক্সবাজার মেরিনড্রাইভের অংশে এলজিইডির মাধ্যমে বাঁকখালী নদীতে ব্রীজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি আরো জানান, তিনটি সিটি কর্পোরেশনের সাথে কক্সবাজার পৌরসভার উন্নয়নে জাইকার ৪শ কোটি টাকা একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। তারই ধারাবাহিকতায় পৌরসভার মধ্যে সর্বপ্রথম পর্যটকসহ পৌরবাসীর সেবার মান বাড়াতে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াকিটকি সার্ভিস আজ উদ্বোধন করেন। ওয়াকিটকি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, এমজিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মোজাক্কা জাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২, হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর রাজবিহারী দাশ, এসআইএম আক্তার কামাল, মিজানুর রহমান, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, নুর মোহাম্মদ মাঝু, এম.এ মঞ্জুর, জাহেদা আক্তার, নাছিমা আক্তার বকুল, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম প্রমুখ।