মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কক্সবাজার সহ সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ের সাবেক বহুল আলোচিত উপ সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন-কে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারী ৭৪৯০ নম্বর স্মারকে জারীকৃত দুদক এর চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে “দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮ এর বিধি ৫৪(২) তে প্রদত্ত ক্ষমতাবলে মোঃ শরীফ উদ্দিন উপ সহকারী পরিচালক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী-কে চাকরি হতে অপসারণ করা হলো। অপসারিত শরীফ উদ্দিন বিধি মোতাবেক ৯০ দিনের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।” এ অপসারণ ১৬ ফেব্রুয়ারী হতে কার্যকর হবে।
কক্সবাজারের বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন-কে কক্সবাজার সহ চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় হতে কিছুদিন আগে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে বদলী করা হয়।