সিবিএন২৪ ডেস্ক:
প্রথমবারের মতো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) কর্তৃক ইপিজেডে অবস্থিত কারখানা পরিদর্শন করা হয়েছে। ১৪ ও ১৬ অক্টোবর অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ উক্ত পরিদর্শন সম্পন্ন করেন।
নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত উত্তরা ইপিজেডের দুইটি দেশীয় এবং দুইটি বিদেশি, মোট চারটি কারখানা পরিদর্শন করেন ডাইফ মহাপরিদর্শক। ১৪ অক্টোবর তিনি ইপিজেডের সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ১৬ অক্টোবর দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড এবং ভেনচুরা লেদার ওয়্যার এমএফওয়াই (বিডি) লিমিটেড পরিদর্শন করেন।
ইপিজেড পরিদর্শনকালে কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়, ইপিজেডের মেডিকেল সেন্টার, সিকিউরিটি ব্যারাক, স্কুল অ্যান্ড কলেজ দর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।
উল্লেখ্য, ১৯৮৩ সালে বাংলাদেশে ইপিজেড চালু হয়। এর পর থেকে এ পর্যন্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে ইপিজেডভুক্ত কারখানায় অফিসিয়ালি পরিদর্শন করা হয়নি। ১৪ অক্টোবর ইপিজেড পরিদর্শনের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে পরিদর্শন শুরু হলো। এ ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।
DIFE IG inspect EPZ for first time
The Department of Inspection for Factories and Establishments (DIFE), for the first time, Inspected Factories under the jurisdiction of Export Processing Zone (EPZ). Inspector General of the DIFE Md. Nasir Uddin Ahmed inspected factories on October 14 and 16.
The Inspector General of DIFE inspected two local factories and two foreign factories at Uttara EPZ situated at Syedpur in Nilphamari District. On October 14, IG inspected Section Seven International Limited and Mazen (Bangladesh) Industries Limited. On October 16, he also inspected Deshbandhu Textile Mills Limited and Ventura Leatherware MFY (BD) Limited.
During his visit to EPZ, he exchanged views with the managing authorities of the factories and visited EPZ’s medical centers, security barracks, school and college.
In 1983, EPZ started its operation for the first time in Bangladesh. Since then, it has not been possible to inspect EPZ-listed factories officially through the Department of Inspection for Factories and Establishments. Inspection of Export Processing Zone by DIFE started its first inspection on 14th October through this inspection. The EPZ authorities cooperated in this regard.
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।