আজিজুল হক রানা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা সভানেত্রী মিসেস ম্যামাচিং ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাবেদ রেজার নির্দেশনায় ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল ২০২২ইং মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী ও ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল করিমের সভাপতিত্বে ড্রিমী ক্যাফে এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুল হক জিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল। বিশেষ অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কায়ছার, সাবেক ইউপি সদস্য রশিদ আহম্মদ, বিএনপি নেতা খাইরুল ইসলাম, মিজানুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আবছার, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি আকবর, ডাঃ শাহজালাল, শফিকুল ইসলাম, ফখরুদ্দীন, আব্দুল লতিফ, ছাত্রদল নেতা আলমগীর, সাহাব উদ্দিন, মামুন উদ্দীন, খাইরুল আমিন, সাইদুল ইসলাম, নেজাম উদ্দীন, ইউনুছ খান, শহিদুল ইসলাম সাগর, নয়ন, সাদেক, তামিম, সালামত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শহীদুল ইসলাম শাকিল।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথিরা বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমুল্যের উর্দ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। খাদ্যে ভেজাল,সীমাহীন লুটপাট চলছে সর্বত্রই। এ সবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হয়। মানুষ কথা বলার অধিকার থেকে বঞ্চিত! গণতন্ত্র আজ শিকলে বন্ধি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে ঈদের পর ঐক্যবদ্ধ আন্দোলনে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

ইফতার পূর্ববর্তী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নুরুল হাসান আযাদ (যুক্তিবাদী)।