জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের খ ( বি) ইউনিটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ ৪ জুন শনিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ফুল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানান ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের।
এ সময় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির ,সাফি ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী।
এ উপস্থিত সাংবাদিকদের ছাত্রদল ,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন জানান ,”ছাত্রলীগ তুলে দেয় আগ্নেয়াস্ত্র আর হকিস্টিক অপরদিকে ছাত্রদল শিক্ষার্থীদেরকে দেয় কলম আর রজনীগন্ধার স্টিক।আতংক নয়, নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, ছাত্রলীগের নির্যাতনের মুখেও ফুল- কলম আমাদের উপহার।