জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গতকাল রাত ৯ ঘটিকায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জন ফায়ার সার্ভিসকর্মীসহ প্রাণ হারিয়েছে ৪১ জন ও শতাধিক আহত হয়েছেন। এ হৃদয় বিদারক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি‌ গভীর শোক প্রকাশ ও বিদায়ী আত্মার শান্তি কামনা করেছ গণঅধিকার পরিষদ।
দূর্ঘটনায় কবলিত মানুষদের উদ্ধার করার জন্য ছাত্র, সেচ্ছাসেবী সংগঠন সহ যারা এগিয়ে এসেছেন তাদের সবাই কে গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আজ ৫ জুন রোববার রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দফতর সমন্বয়ক মো: সোহরাব হোসেন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের আহবায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। কর্মক্ষেত্রে আজ মানুষের নিরাপত্তা নেই। গতকাল রাতে অগ্নিসংযোগ ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।নেতৃবৃন্দ মনে করেন এই এই অগ্নিকান্ডে কারও গাফলতি আছে কিনা সেটা তদন্ত করা দেখা হোক, একই সাথে কনটেইনার ডিপোতে এভাবে দাহ্য পদার্থ রাখার অনুমোদন ছিল কি না তা ক্ষতিয়ে দেখার দাবি জানান।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে অগ্নিকান্ডে আহতদের চিকিৎসা, নিহত পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক।