মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল শোডাউন ও আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা । এসময় দলটির ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন পক্ষ থেকে নবগঠিত কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (১০শে জুন) বিকালে যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষক উপলক্ষে বিশাল শোডাউন ও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাইশারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে সমাবেশ মিলিত হয়।

যুবদলের নবগঠিত আহবায়ক নূর মোহাম্মদ পুতন মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর,বিশেষ অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, আবদুল করিম বান্টু, প্রধান বক্তা ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার যুবদলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল, বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব আবু কায়ছার, জাহাঙ্গীর, মিজান, মিনহাজ, মোঃ ইউনুছ আদুল মন্নান প্রমুখ। বক্তারা নূর মোহাম্মদ পুতনকে আহ্বায়ক হাবিবুর রহমান রনি কে সদস্য সচিব করায় সমাবেশ থেকে ম্যামাচিং ও জাবেদ রেজা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও আনন্দ মিছিলে বাইশারী ইউনিয়নের বিএনপি যুবদলের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।