অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমেদের বাড়ি ঘেরাও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে সেখানে বিক্ষোভ হয়। শনিবার সকাল থেকে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ায় মোশতাকের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিকআপ, ট্রাক, মাইক্রোবাসযোগে করে মোশতাকের বাড়ির সামনে আসেন। তাদের বিভিন্ন ধরনের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। এতে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ সরকারি দলের নেতারা বক্তব্য দেন।
এই তালিকায় রয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগ আহ্বায়ক আনোয়ার হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের হাজি আলী আহমেদ মিয়াজী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
এ সময় ‘জাতীয় বেঈমান’ মোশতাকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করার দাবি জানান তারা। সেইসঙ্গে কুমিল্লা নামেই বিভাগ করার অনুরোধ রেখে নতুন প্রশাসনিক বিভাগের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানার তারা।
এর আগে এক অনুষ্ঠানে মোশতাকের কারণে ‘কু’ নামে কোনো বিভাগ না করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিভাগ চাইলে মেঘনা নামে করে দিবো। কুমিল্লা শুনলেই মোশতাকের নাম সামনে আসে।
এর আগে গত ৩১ আগস্ট মোশতাকের এই বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রথমে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা খন্দকার মোশতাকের প্রতিকৃতিতে পাথর ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়। সেখান থেকে গিয়ে পরে মোশতাকের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় নেতাকর্মীরা।