জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক , স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বার বার কারা নির্যাতিত ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
আজ ১২ আগস্ট(২০২২) শুক্রবার বহিষ্কাদেশ প্রত্যাহারের চিঠির বিষয়টি সাংবাদিকদের জানান জিসান।
গত ১০ আগস্ট ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পদে বহাল করা হলো। এখন থেকে তার উপর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোন বিধি- নিষেধ রইল না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মমিনুল ইসলাম জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি অনুমোদন করেন”।
জানা যায়,বার বার কারা নির্যাতিত ছাত্রদল নেতা জিসানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২০২০ সালের ০৫ জানুয়ারি খোকন-শ্যামল কমিটি তাকে অন্যায়ভাবে বহিষ্কার করেছিল। তাকে বহিষ্কারের সুস্পষ্ট কোনো কারণ জানায় নাই । এমনকি একটা (জবাবদিহিতা মূলক প্রক্রিয়ার) কারণ দর্শানো নোটিশও দেয় নাই।
ছাত্রদল থেকে বহিষ্কার করা হলেও জিসান তার কর্মীদের নিয়ে বিএনপির আন্দোলন -সংগ্রামে নিয়মিত উপস্থিত থাকতেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন,”বহিষ্কার আদেশ মাথায় নিয়েও সদা দেশ ও দলের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে গেছি। তৃনমূল গণতন্ত্রের প্রবক্তা দেশনায়ক জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারাদেশ ব্যাপী আমার কাজের প্রসার বাড়াতে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার নির্দেশ অনুমোদন করেন। এই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি- সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ নেতৃবৃন্দের প্রতিও মনের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।