সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খাঁন নিখিলের নির্দেশনায় কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ গুলি পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন হিন্দু-মুসলিম প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান, তিনি আরো বলেন বাংলাদেশ একটি অসসাম্প্রদায়িক দেশ শত বছর ধরে এই দেশে সকল ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে স্ব-স্ব ধর্ম পালন করে আসছে কিন্তু কিছু দূষকৃতকারী ষড়যন্ত্রমূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এইসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবসময় প্রস্তুত রয়েছে। এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য আহবান জানান। পরিদর্শনকালে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের সাহেদ মো: এমরান, আমির হোসেন, কমিশনার রুবেল, ইয়াছিন আরাফাত রিগ্যান, অমর দাশ, রওফ নেওয়াজ ভুট্টো, রুবাইছুর রহমান, মুহাম্মদ ফারুক, ফিরোজ উদ্দিন খোকা, সুরুত আলম রওশন, তানকীন সাবু, গিয়াস উদ্দিন, পাবেল, সানি, চাঁদ, সেলিম-সহ- যুবলীগের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।