ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে জনতা। ওই গণপিটুনি একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা হাবীবুল্লাহ হাবীব নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন। হাবীব পৌর শহরের গুয়াগাও মহল্লার জবাইদুরের ছেলে। অপরজন মিরাজুল ইসলাম, তিনি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানীর ছেলে।
তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন।
প্রত্যক্ষদর্শী সলেমান আলী বলেন, গণপিটুনি দেওয়ার সময় তারা জানান পিকনিক খাওয়ার জন্য ছাগল চুরি করেছেন৷
ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাশি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় এক প্রতিবেশীর মোটরসাইকেলে চরে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরে ফেলেন। এসময় জনতা তাদের গণপিটুনি দেয়।
এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, “হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।