পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় কোর্ট প্রাঙ্গনে মারামারির করায় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রে জানা যায়,গত ১৬ সেপ্টেম্বর আদালত প্রাঙ্গনের একটি ক্যান্টিনে বাদী-বিবাদীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।চেয়ারম্যান নিজেই একটি পক্ষ হয়ে এই মারামারিতে অংশ নেয়।পরে কোর্টের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্ক মুজিবর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এই মামলায় চেয়ারম্যান কুদরত-ই-খুদা হাইকোর্ট থেকে ৬সপ্তাহের জামিন পান।উচ্চ আদালতের জামিনের সময় পার হওয়ায় অভিযুক্ত চেয়ারম্যান ২নভেম্বর কোর্টে সশরীরে হাজিরা দিয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। পঞ্চগড় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মতিউর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত তেঁতুলিয়ার ৭টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কুদরত-ই-খুদা চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।