প্রেস বিজ্ঞপ্তি
দীর্ঘ ২০ মাস কারাভোগের পর নানা বাধা-বিপত্তি, ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্ন করে সম্পূর্ণ আইনি লড়াইয়ের মাধ্যমে হাইকোট থেকে জামিনে মুক্তিলাভ করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসমাজের আহবায়ক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। গত বছরের ১১ এপ্রিল তাঁকে মিথ্যা ও হয়রানীমূলক মামালায় গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে বারবার চেষ্টা করেও সরকারের বাধায় দীর্ঘদিন কোন মামলার জামিন হয়নি। একাধিক মামলার জামিন উচ্চ আদালতের মাধ্যমে স্থগিত করিয়ে দেয় সরকার।
এভাবে আদালতকে প্রভাবিত ও নাগরিকের মানবাধিকার হরণ করে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে ৩০ টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ ২০ মাস কারাগারে আটক রাখা হয়। সেখানে ৫১ দিন রিমান্ডে অমানবিক নির্যাতনের ফলে তিনি হাটু, ঘাড় ও কোমরে প্রচণ্ড ব্যাথাসহ জটিল রোগ যক্ষ্মায় আক্রান্ত হয়ে পড়েন। এছাড়াও তাঁর শ্বাসকষ্ট, হার্টের সমস্যা ও হাই প্রেশার রয়েছে। এসব শারিরীক অসুস্থতা ও জটিলতায় কারাগারে তিনি অত্যন্ত মানবেতর দিন যাপন করেন। এমনকি নামাযে রুকু, সিজদা করাও তাঁর পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে।
এ করুণ অবস্থায় তাঁর সুচিকিৎসার স্বার্থে নেজামে ইসলাম পার্টি, ইসলামী ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মুক্তি দাবি জোরালো হলেও সরকার তাঁকে মিথ্যা ও হয়রানীমূলকভাবে কারাগারে আটকে রাখে। অবশেষে দীর্ঘ ১৮ মাস পর হাইকোট থেকে সব মামলায় জামিন নিয়ে বের হওয়ার প্রাক্কালে পটিয়া থানার নতুন আরেকটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে অন্যায়ভাবে আটকিয়ে রাখে সরকার।
অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে সব চক্রান্তের জাল ছিন্ন করে দীর্ঘ আইনী লড়াইয়ের মাধ্যমে হাইকোট থেকে সর্বমোট ৩০টি মামলায় জামিন পেয়ে আজ রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আপোষহীন সংগ্রামী নেতা, মজলুম আলেমেদ্বীন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।