মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, ভিসিএফ ও রক্ষিত বন সংশ্লিষ্ট বিরোধ এবং বিরোধ মিমাংসা বিষয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় সরকারী ও বেসরকারি স্টেক হোল্ডারদের দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে বেসরকারি সংস্থা তহ্জিংডং এর সিএইচটি ডাব্লিউ টিএ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণে মাল্টিমিডিয়ার মাধ্যমে নারী নির্যাতনের ধরণ ও কারণ অনুসন্ধান, পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে পাচার রোধে চ্যালেঞ্জ সমূহ ও সমাধানে করণীয়, পাড়াবন, রক্ষিত বন ও রিজার্ভ ফরেষ্ট সম্পর্কিত বিরোধের/ দ্বন্ধের কারণ সমূহ অনুসন্ধান এবং এ দ্বন্ধের সাথে যুক্ত কারা কারা? এ বিরোধ নিস্পত্তির চ্যালেঞ্জ সমূহ এবং এ বিরোধ/দ্বন্ধ নিরসনের উপায় সমূহ, দ্বন্ধ নিরসন, দ্বন্ধ মীমাংসা, দ্বন্ধ ব্যবস্থাপনা ও দ্বন্ধ রুপান্তর কৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কো- অর্ডিনেটর সিননু মং মার্মা। এ সময় প্রকল্পের ইউসিএফ মো. ইব্রাহিম, সাবেক ওমেন গার্লস প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহীম ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে এ প্রকল্পের অধীনে ৫জন দরিদ্র বিধবা নারীর মাঝে প্রকল্পের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়।