প্রেস বিজ্ঞপ্তি:
রামু প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। সভায় আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার রামু প্রেস ক্লাবের উদ্যোগে পারিবারিক মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া (দৈনিক পূর্বকোণ, দৈনিক সকালের কক্সবাজার)। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ (দৈনিক কক্সবাজার, আমাদের সময়, পূর্বদেশ) এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ)।
সভায় আরও বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক যুগান্তর, কক্সবাজার বার্তা), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর (টিটিএন), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল) ও কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা)।