এস এম জুয়েল, আলীকদম(বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.কফির উদ্দিনের অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, বান্দরবান পার্বত্য জেলা শাখা। ০৮ ফের্রুয়ারি বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর স্বাক্ষরিত পত্রে অব্যাহতির আদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের স্বার্থে, আর্দশ, শৃঙ্গলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপস্থী কর্মকান্ডে সম্পৃক্তার জন্য ইতোপূর্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিননের আবেদনের প্রেক্ষিতে গত ০৬ ফের্রুয়ারী ২০২৩ তারিখে বান্দরবান জেলা আওয়ামী লীগের কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থ পরিপন্থী না করার শর্তে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।
অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী সহ বান্দরবান ৩০০নং আসনের বারবার নির্বাচিত সংসদ বাবু বীর বাহাদুর এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিন বলেন, তার অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ায় তিনি সহ তার কর্মী সমর্থকরা খুশি।
আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বান্দরবান ৩০০নং আসনের সংসদ বাবু বীর বাহাদুর এমপি সহ জেলা আওয়ামীলীগের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনগনের ভালোবাসা আর সমর্থন নিয়ে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে তাদের আবদার রক্ষা ও জনগনের চাপে পড়ে নির্বাচন করতে বাধ্য হয়েছেন। এই বিজয় সহ প্রতিটা বিজয় আওয়ামী লীগ ও ৩নং নয়াপাড়া ইউনিয়নের আমার প্রান প্রিয় জনগনকে উৎস্বর্গ করেছি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে জনগনের সেবা করে চলেছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।