পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলা সীমান্তে বিএসএফের ডিজির আগমন উপললক্ষ্যে বাংলাদেশ – সীমান্তরক্ষী বাহিনী বিজিবি -বিএসএফের এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫এপ্রিল শনিবার বাংলাবান্ধা -ফুলবাড়ি সীমান্তে এই অনুষ্ঠানে ভারতের পক্ষে বিএসএফ মহাপরিচালক ড.এস এল থাউসেন এবং বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুরের রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম পারস্পরিক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি’র পঞ্চগড় ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল যুবায়েদ হাসানের সঞ্চালনায় দীর্ঘ ৩০মিনিট ধরে অনুষ্ঠিত বিভিন্ন পর্বে উপস্থিতি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান,ভারতের বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং,বিজিবি স্টাফ অফিসার মোহাম্মদ সুরুজ মিয়া,বিজিবি ১৮পঞ্চগড় ব্যাটলিয়নের সহকারি পরিচালক মো.হাচানুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের প্রারম্ভে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিজিবির চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করে ।পরে বিএসএফ মহাপরিচালকের আগমনকে স্মরনীয় করে রাখতে বিজিবি রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে স্মারক চিহৃ প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।