সংবাদদাতাঃ
কক্সবাজার সদরের ঝিলংজা ৫ নং ওয়ার্ডের উত্তর চাঁন্দেরপাড়া সড়কের বেহাল দশা। ভেঙ্গে গেছে সড়ক। সামান্য বৃষ্টিতে কাদামাটিতে হাঁটাচলা দায়। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় নাগরিক দুর্ভোগ বেড়েছে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা অবর্ণনীয় দুর্ভোগ হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কার চায় স্থানীয় বাসিন্দারা।
এলাকার সরদার মুক্তার আহমদ জানান, চাঁন্দেরপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি হয়ে কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প, আলীর জাহাল, উপজেলা যাতায়াত করেন প্রতিনিয়ত হাজারো মানুষ।
কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষা মৌসুম আসলেই কাদায় পরিণত হয়। স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়াতের বিঘ্ন ঘটে। তাছাড়া আরও নানা ধরনের অসুবিধার কথা জানান তিনি।
জুলফিকার আলী ভুট্টু বলেন, নির্বাচন আসলে প্রতিনিধিরা এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়। উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনসহ বিভিন্ন কার্যক্রমে এলাকার মানুষদের বোকা বানিয়ে তাদের ভোটগুলো নিয়ে প্রতিনিধিরা কোথায় হারিয়ে যায়। গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের কোন খবরা-খবর রাখেন না প্রতিনিধিরা।
এলাকার শাহাব উদ্দিন সওদাগর বলেন, এলাকায় নদী ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যা রয়েছে। প্রতিনিধিরা গ্রামের সহজ সরল মানুষদের দুর্দশার কথা চিন্তা করেন না। এই গ্রামের ৩০ পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়েছে।
কিন্তু সরকারের কোন সহায়তা কোন প্রতিনিধির মাধ্যমে আজ পর্যন্ত আসেনি। দুঃখজনক হলেও সত্য সড়কের এই বেহাল দশা। কাদাজনিত কারণে রাস্তায় হাঁটাচলার পরিবেশ নেই। এলাকার মুরব্বি, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলেই এই সড়কটি চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ স্থানীয়দের।
ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ডাম্পারসহ বিভিন্ন গাড়ি চলাচলের কারণে সড়কটির বেহাল অবস্থা। কাদায় পরিণত হয়েছে। আমি স্থানীয় মেম্বারকে নির্দেশনা দিয়েছি। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।