মো. নুরুল করিম আরমান, লামা :

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থতম মৃত্যু বার্ষিকী পালন করেছে বান্দরবান জেলার লামা উপজেলা কমিটির নেতৃবৃন্ধরা।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ বীর বাহাদুর মিলনায়তনে জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুজিবুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- পার্টির লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ ওসমান গণি শিমুলূূ।

এতে বান্দরবান জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ বাবুল, জাতীয় পার্টির লামা পৌরশহর শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল, জাতীয় পার্টির রুপসীপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি খোরশেদ আলম, ১নং ওয়ার্ড কমিটির সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় যুব সংহতি’র উপজেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান, শ্রমিক পার্টির উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

পরে হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তথাকথিত লামা নামক জাতীয় পার্টির সাংগঠনিক জেলা অভিলম্বে বাতিলের দাবি জানিয়ে আলোচনায় বক্তারা বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠার পাশাপাশি ২২টি জেলা থেকে ৬৪ জেলায় রূপান্তরিত, উপজেলা পরিষদ প্রতিষ্ঠা, যাকাত বোর্ড গঠন ও রেডিও টেলিভিশনে আযান দেওয়ার বিধান
চালু করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

পল্লি বন্ধু এরশাদের গুণাগুন বলে শেষ করা যাবেনা, এদেশের মানুষ তাকে কখনো ভূলবেনা। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের জনগণ হুসাইন  মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ক্ষমতায় দেখতে চায়।