জালাল আহমদ, ঢা.বি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর লালবাগ থানার ফরিথ উদ্দিন এবং ওয়েস্ট এন্ড হাইস্কুল ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৮ আগস্ট (২০২৩) খ্রিস্টাব্দ লালবাগ থানার পলাশীর হাজীবেগ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা মুফতি সালেহ আহমদ মোনাজাত পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির । তিনি বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি যাদের সাথে বিএনপি আছে,তারা আগামী নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি এবং জামায়াত নির্বাচনে না এসে সেই ২০১৪-১৫ সালের মতো আবারো অগ্নিসংযোগ করতে পারে। আজকের দিনে আমাদের শপথ শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনবো”।
ইউনিট সাধারণ সম্পাদক আফসার হোসেন আরমান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার
হোসেন সহ লালবাগ এবং চকবাজার থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় মসজিদের শতাধিক মুসল্লি অংশ নেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।