সিবিএন ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার এক মাস না যেতেই মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে গত ৬ অগাস্ট নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় সাগরের নিয়োগ দেওয়া আগের প্রজ্ঞাপন বাতিল করা হল।
কেন সাগরের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
তবে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সাংবাদিক সাগর হোসেন এর আগে কোন কোন সংবাদ মাধ্যমে কাজ করেছিলেন, সেই তালিকা তুলে ধরে অনেকেই ফেইসবুকে তার নিয়োগের সমালোচনা করেছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।