সিবিএন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চিন্তা-চেতনায় দৈন্যতা আছে। তারা সব সময় স্বার্থপরতায় ভোগে। প্রধানমন্ত্রী আজ সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
করোনাভাইরাস সংক্রমণকালে সরকার মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি, যেটা আমরা করেছি। এতে আমাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালে চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রত্যেক নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। বর্তমানে আমরা ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। এসব কমিউনিটি ক্লিনিকের প্রথম ৪ হাজার যখন চালু করি, তখন সেগুলো ৭০ ভাগের মতো সাফল্য অর্জন করে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, সেগুলোতে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ সেবা নিচ্ছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।