নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার হিফযের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সবক গ্রহণকারী ছাত্ররা হলেন, ফরহাদুজ্জামান রাব্বি, নাঈমুদ্দীন ও সাজেদুল ইসলাম।

তাদেরকে হিফযের প্রথম সবক প্রদান করেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি সুলতান মাহমুদ।

দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউনুছ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মূফতী আব্দুল্লাহ আল মাহমুদ, তানযিমুল উম্মাহ কক্সবাজার শাখার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, মা’হাদ আন-নিবারাসের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আলম, হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মিজানুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষ শিক্ষক, শিক্ষার্থীসহ সবার জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

হিফজ সবক গ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাফেজ মাওলানা মোঃ ইউনুছ ফরাজি। সেই সঙ্গে অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।