অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অন্য নেতা ও আলেমদের দ্রুত মুক্তি দেওয়া না হলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি।
হেফাজতের নেতাসহ আটক আলেমদের মুক্তির দাবিতে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আল্লামা মামুনুল হক দেশের বরেণ্য আলেমে দ্বীন। মামুনুল হকসহ অসংখ্য আলেম-ওলামা আজ বিনা কারণে মিথ্য মামলায় জেলে আছেন। নির্বাচনের আগে দ্রুত আল্লামা মামুনুল হকসহ আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। না হলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় আমরা মহাসমাবেশ করব।
মামুনুল হকসহ আলেমদের মুক্তি শুধু নয়, তাদের বিরুদ্ধে যত মামলা আছে, সব দ্রুত সময়ে প্রত্যাহার করতে হবে। ইসলামবিরোধী নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে বলেও সরকারের প্রতি আলটিমেটাম দেন হেফাজতের মহাসচিব।
তিনি বলেন, মুসলমানদের প্রথম কাবা আজ ইহুদিদের কাছে অবরুদ্ধ। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। মুসলমানদের সবকিছু ধ্বংস করা হচ্ছে। বায়তুল মোকাদ্দসকে মুক্ত করে ফিলিস্তিনে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বের সব মুসলিমকে এক হতে হবে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাহফুজুল হক বলেন, আমরা অনেক ধৈর্য ধরেছি, আর নয়। আমাদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। মামুনুল হকসহ আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে।
মামুনুল হকসহ যেসব আলেম জেল খাটছেন, তারা কি সন্ত্রাসী? এ প্রশ্ন তুলে তিনি বলেন, আজকে ২ হাজারের বেশি মামলা দিয়ে আলেমদের হয়রানি করা হচ্ছে। এসব মামলা নির্বাচনের আগেই প্রত্যাহার করতে হবে।
আওয়ামী লীগ সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, অভিযোগ করে মাহফুজুল হক বলেন, শেষ আশ্রয়স্থল বিচার বিভাগও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে এখন ন্যায়বিচার পাচ্ছে না মানুষ। এখন ইসলামবিরোধী নতুন কারিকুলাম চালু করার মধ্যে দিয়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পাঁয়তারা করা হচ্ছে। কিন্তু, দেশের তৌহিদি জনতা তা বরদাশত করবে না, রুখে দাঁড়াবে।